১৯৬৪ সালে শহীদজায়া সারা আরা মাহমুদ।
সারা আরা মাহমুদ ছিলেন ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা ও মহান মুক্তিযু*দ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযো*দ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইস্কাটনের বাসভবনে সারা আরা মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন। পা*কি*স্তানি হা*না*দার বাহি*নী ১৯৭১ সালের ৩০ আগস্ট সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি আর ফিরে আসেননি।