1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন - news ATV
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৩৯ Time View

৪ দফা দাবি নিয়ে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহত্তর সংগঠন এসপিজিআরসি-র সংবাদ সম্মেলনে উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বসতবাড়ী আবাসস্থল রক্ষার দাবিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বুধবার (২৩ জুন) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিগত ৫০ বৎসর যাবত উর্দুভাষী জনগোষ্ঠিরা বাংলাদেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে আসছে। তাদের এই মানবিক সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ইং হতে আমাদের মরহুম নেতা আলহাজ্ব এম. নাসিম খান ত্রিপক্ষীয় আলোচনার দাবি জানান। কিন্তু কোন সরকারই এই উদ্যোগে সাড়ে না দিলেও একমাত্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা আমাদের এই উদ্যোগে সাড়া দিয়েছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকাস্থ মিরপুরে বসবাসরত উর্দুভাষী ক্যাম্পবাসীদেরকে গাজীপুর জেলায় এবং মোহাম্মদপুরে বসবাসরত ক্যাম্পাবাসীদেরকে ঢাকায় জেলার কেরানীগঞ্জে সম্মানজনক পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাছাড়া মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তার মানবিক চিন্তাধারায় ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশের কোন লোক গৃহহীন থাকবে না। এরই ধারাবাহিকতায় তিনি পর্যায়ক্রমে গৃহহীনদেরকে গৃহের ব্যবস্থা করে যাচ্ছেন। গত কয়েকদিন পূর্বেও তিনি ৫৩,৩৪০ জন গৃহহীন পরিবারকে গৃহদান করেছেন।
নারায়নগঞ্জ শহরে ‘কুমুদিনি বাগান ও ‘কোম্পানী বাগান’ ক্যাম্পে প্রায় ৪০০ শত উর্দুভাষী পরিবার বসবাসরত আছে। তাদের ক্যাম্পের যে করুণ অবস্থা তা স্বচক্ষে দেখলে যেকোন মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়বে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ নামক সংস্থা মানবেতর জীবনযাপনকারী ক্যাম্পবাসীদেরকে উচ্ছেদ করার জন্য আগামী ২৪/০৬/২০২১ইং তারিখে মৌখিকভাবে নোটিশ জারী করে বলেছেন যদি কেউ ক্যাম্প না ছাড়েন তাহলে তাদেরকে উচ্ছেদ করাসহ তাদের নামে মামলা করা হবে।
এমতাবস্থায় উল্লেখিত নিরীহ ক্যাম্পবাসীগণ খুবই আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন।
১. অতিশীঘ্র সারা বাংলাদেশের ক্যাম্পবাসীদের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা।
২. যতদিন ক্যাম্পবাসীদের পুনর্বাসন না করা হয় ও সমস্যার স্থায়ী সমাধান না করা হয় ততদিন পর্যন্ত তাদেরকে কোন সংস্থা বা ব্যক্তি যাতে কোনভাবে ক্যাম্প হতে উচ্ছেদ করতে না পারে সে মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর একটি আদেশ জারী করা।
৩. নারায়নগঞ্জ শহরের ক্যাম্পবাসীদেরকে পুনর্বাসন ছাড়া যাতে উচ্ছেদ না করা হয় সে মর্মে জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ করা।
৪. গত ২০-২১ জানুয়ারি/২০২১ইং তারিখে মিরপুর সেকশন ১১ তে যে সকল উর্দুভাষীদের ক্যাম্প ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে উক্ত স্থানেই পুনর্বাসনের ব্যবস্থা করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV