একজন সফল ও দক্ষ স্থীর চিত্র গ্রাহক হিসাবে আরজেএফ বেস্ট এ্যাওয়ার্ড ২০২১ পেলেন ঢাকার তোফখানা রোর্ডের ইতিহ্যবাহী বিসমিল্লাহ কনিকা ডিজিটাল স্টুডিওর সত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমান। তিনি বিগত ৩০ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছেন।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর জুড়িবোর্ড তাকে বেস্ট এ্যাওয়ার্ডে মনোনীত করেন।
গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে তাকে এ সন্মাননা তুলে দেয়ার কথা থাকলেও তার অনুপস্থিতির কারনে আরজেএফ এর উপদেষ্টা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সম্প্রতি তার হাতে এ সন্মাননা তুলে দেন ও সন্মানসুচক স্বাধীনতা উত্তরীয় পড়িয়ে দেন।
এ সন্মাননা প্রাপ্তির অনুভুতি প্রকাশ করতে গিয়ে মাহবুবর রহমান বলেন, ব্যাবসায়ীক জীবনে এ প্রাপ্তি আমার জন্য বড় পাওয়া। আমি আরজেএফ এর জন্য শুভ কামনা করছি। আরজেএফ উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বলেন, আরজেএফ সব সময় গুনিজনকে সন্মান করে থাকে।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, বিগত ১৫ বছর যাবৎ বিভিন্ন পর্যায়ের প্রতিভাবানদের খুঁজে তাদের মুল্যায়ন করছে আরজেএফ। আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।