আগামীকাল সুনামগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ত্রাণ বিতরণ
প্রধান অতিথি-আমির খসরু মাহমুদ চৌধুরী
বানভাসী মানুষের জন্য বিএনপি’র জাতীয় ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ জুন ২০২২ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ত্রাণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার সকাল ৬ টায় ঢাকা হতে সড়ক পথে ময়মনসিংহ ও নেত্রকোণা হয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদরে সকাল ১১ টায় এবং একই জেলার মধ্যনগর উপজেলা বাজারে বেলা ১ টায় বানভাসী মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ত্রাণ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।