নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান শামীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আবদুস সালাম, তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা.কাজী মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।