আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে কাগমারী সম্মেলন ও স্বাধীন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবনের উপর বর্ণাঢ্য আলোচনা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার, কমরেড সাইফুল হক, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণসংহতির সভাপতি জুনায়েদ সাকি, নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।