বইমেলায় বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন শেষে বইমেলার স্টল গুলি ঘুরে ঘুরে দেখছিলাম।দিনটি ছিলো শনিবার। সরকারি ছুটি থাকায় বইমেলায় পাঠকের ব্যপক উপস্থিতি ও ভিড় ছিলো। একপর্যায়ে কুষ্টিয়া প্রকাশনার সামনে যখন আসলাম তখন শত শত মানুষের সমাগম আর শতের উপরে সাংবাদিক। একজনকে জিজ্ঞাসা করলাম এখানে এত মানুষের ভিড় কেন ? লোকটি উত্তরে বললো হিরো আলম আসবে।যেই কথা সেই কাজ ৩ মিনিটের মধ্যে হিরো আলম আসলেন। অন্যদের মতো আমিও হিরো আলমের আগমন এবং বিদায় মুহূর্ত Atv news- এটিভি নিউজ এ লাইভ ভিডিও ধারণ করলাম।
তারপর আরেকটু সামনে এগিয়ে যেতেই আমার সামনে একটি হুইল চেয়ারে বসা একটি মেয়ে বই নিয়ে মেলায় চলছেন। দেখে আমার ভিতরটা কেঁপে উঠলো। তাঁর সাক্ষাৎ নিতে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি?
তিনি বললেন সুস্মিতা চৌধুরী। যাক তাঁর বই পড়া, বই সংগ্রহ এবং বই পড়ার আগ্রহের মতামত সম্পর্কে জনলাম। অবশেষে সুস্মিতা চৌধুরী সুস্থ হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া কামনা করে বিদায় নিলাম।
নিজস্ব প্রতিবেদক, কাজী ফখরুল ইসলাম।