গতকাল দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। এমভি আবদুল্লাহ নামে কয়লাবাহী জাহাজটিতে থাকা ২৩ জন নাবিককে জিম্মি করেছে জলদস্যুরা। ছোট ছোট বটে করে এসে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা চিফ অফিসার মো: আতিক উল্লাহ খান গতকাল মঙ্গলবার মাগরিবের পর মুঠোফোনে তাঁর স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠায়।
অডিও বার্তায় আতিক বলেছেন এই বার্তাটি সবািকে পৌঁছে দিয়ো। আমাদোর কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফািনাল কথা হচ্ছে আমরা যদি দস্যুদের টাকা না দেয় তাহলে আমাদের একজন একজন করে মের ফেলতে বলেছে।