1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
নিখোঁজ DIIT শিক্ষার্থী " মাসরুর হাসানের " সন্ধানে সংবাদ সম্মেলন করতে এসে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে তার পিতা এবং ভাইকে সাদা পোশাক পরিহিত লোকেরা তুলে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। - news ATV
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

নিখোঁজ DIIT শিক্ষার্থী ” মাসরুর হাসানের ” সন্ধানে সংবাদ সম্মেলন করতে এসে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে তার পিতা এবং ভাইকে সাদা পোশাক পরিহিত লোকেরা তুলে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৪৪ Time View

মাসরুর হাসান ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি ( DIIT ) অনার্স ১ ম বর্ষের শিক্ষার্থী ( সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান ) মাসরুর একজন মেধাবী ছাত্র।

গত ১৫ জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার ডেমরা বড়ভাঙ্গায় ফজর নামাজের পর নিকটাত্মীয়ের বাসায় বেড়ানো অবস্থায় বাসার নিচ থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি ডিবি পরিচয়ে কালো কাপড়ে চোখ বেঁধে নিয়ে যায় বলে উক্ত এলাকার লোকজন থেকে জানাতে পারে তার পরিবার।

অত: পর পুলিশের কিছু সদস্য আত্মীয়ের ( মাসরুরের মামাার)  বাসায় অভিযান পরিচালনা করে মাসরুর হাসানের মামা এবং তার মামার দুই শিশু কিশোর সন্তান ও তার ভাতিজাকে ব্যাপক মারধর ও জিজ্ঞাসাবাদ করে ডেমরা থানায় আটক করে নিয়ে যায় বলে মাসরুর এর পরিবার দাবি করে। পুলিশের পক্ষ থেকে মাসরুর হাসানকে পায়নি বলে জানানো হয়।

পরবর্তীতে মাসরুর হাসানের মামা তার সন্তান এবং ভাতিজাকে সিএমএম আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়।

মাসরুরের পরিবার আজ ৫ দিন জাবৎ থানা, প্রশাসন বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে তার পরিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে সংবাদ সম্মেলন করতে এলে সংবাদ সম্মেলন করার আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে সাদা পোশাক পরিহিত লোকেরা তুলে নিয়ে যায় বলে জানা যায়। ফলে সাংবাদিকরা সংবাদ সম্মেলনের ব্যানারের ছবি নিয়ে চলে আসতে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV