1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবী করেছে এনসিবি - news ATV
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবী করেছে এনসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

যে স্বপ্ন নিয়ে রক্ত ত্যাগের বিনিময়ে দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে ছাত্রজনতা , সে স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দল গুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ -এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।

গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরন করে বিরোধী মত দমনে আলেমদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম,খুন, দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিলো বাংলাদেশকে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বিচারে গুলি করে দিবালোকে কোমলমতি ছাত্রদের হত্যা করেছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আইনের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই গণহত্যাকারী শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলেও দাবী করে তিনি আরও বলেন যে, এখন সময় এসেছে দেশ গড়ার। একটি সমৃদ্ধশালী ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের লক্ষ্যে ক্ষমতার লোভ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের চেতনায় দেশে গণতন্ত্র ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মালিক জনগণের নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করতেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি। এনসিবি’র খুলনা বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর এসব কথা বলেন।
ন্যায়ভিত্তিক দেশ গঠনে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ছাত্রদের আত্মত্যাগের মূল্যায়ন করার আহবান জানান কাজী ছাব্বীর।
খুলনা জেলার আহবায়ক ও এনসিবি’র প্রেসিডিয়াম সদস্য কবি স.ম হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিবি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো: আবুল বাশার, কেন্দ্রীয় নেতা এডভোকেট মেহেদী ইনছার ও ফরিদুল ইসলাম আকাশ প্রমুখ।
কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কবি স.ম হাফিজুল ইসলামকে আহবায়ক, এডভোকেট মেহেদী ইনছারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা, কবি আলমগীর রানাকে আহবায়ক ও লিটন হাওলাদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর, জাহানারা বেগমকে আহবায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ জেলা, শেফায়ের আহমেদকে আহবায়ক ও রিম্পা পাখিকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা, সুরাইয়া মুন্নীকে আহবায়ক ও রিপন শেখকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা, আব্দুল মান্নান কে আহবায়ক ও তপু রায়হান কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা,
শফিউজ্জামান সোহেলকে আহবায়ক ও রোকসানা রূপাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা , মনিরুজ্জামানকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা, জাহিদ হাসান মুন্নাকে আহবায়ক এবং শেরে আলী শিরোকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা এবং মো: আলম হোসেনকে আহবায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV