1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয় শ্রমিক শ্রেণি ……..অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩ Time View

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন,দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয় শ্রমিক শ্রেণি। সকল গণ-অভ্যুত্থানে শ্রমিকদের আত্মদান রয়েছে।  তবুও শ্রমিকরা আজও অবহেলিত ও বঞ্চিত।’ ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লােেব মহান মে দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কবি জামসেদ ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে আরো বক্তব্য দেন ডা. সিরাজুল আলম ভুইয়া, কবি প্রদীপ মিত্র, কোটা সংস্কার আন্দোলনের রূপকার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, কবি তৌহিদুল ইসলাম কনক, শিক্ষক নেতা মনির হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত মাঈনউদ্দীন, মোহাম্মদ নাজমুল হাসান মিলন, সাইফুল ইসলাম,  ফরহাদ হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে কবি জামসেদ ওয়াজেদ বলেন, ‘বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষ এই দিনে সংগঠিতভাবে রাজপথে নেমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়।’

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী আরো বলেন,  ‘দেশে গণতান্ত্রিক সমাজভিত্তি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। শ্রমজীবী মানুষের অধিকার ও শোষণমুক্তির সংগ্রাম বেগবান করতে হবে। মহান মে দিবসে এটাই হোক আমাদের শপথ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV