1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩ Time View

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর উদ্যোগে ৪ মে ২০২৫ইং, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আয়োজিত প্রতিকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যে নির্বাচন রাতে হয় এবং জনগণের ভোটের অধিকার হরণ হয়, সে নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন  তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, মৎস্যজীবী দলর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কেন্দ্রীয় কমিটির ওলামা দলের দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদের সিদ্দিকী, কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, নোয়াখালী জেলার শ্রমিক দলের সভাপতি মোঃ হেল্লাল হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এ কে আজাদ চয়ন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া জুনু, কাফরুল থানা যুবদলের নেতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলী মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মো: জসিম হোসেন, ইঞ্জিনিয়ার সুমন, রাজিব আহমেদ খান, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: বেল্লাল পাটোয়ারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম, জিসফ নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মোঃ মনির হোসেন, জিসফ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ফয়েজ  পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শেখ শহীদ ইসলাম, সদস্য সচিব হাইকুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মো:জুয়েল হোসেন, এ কে এম খায়ের, আবু ছায়েদ জিসফ ঢাকা মহানগর দক্ষিণ সদস্য দেলোয়ার, মামুন,মুন্না, জিসফ ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক মো: রেজভী, মোঃ ফারুক হোসেন। জিসফ মিরপুর থানার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV