1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

ওনারা আমাকে বরখাস্ত করতে পারে না, প্রয়োজনে সুপ্রীম কোর্টে যাবো: ডাঃ ফারজানা মাকসুদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১ Time View

বাংলাদেশ মেডিকেল ষ্টাডিজ এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক, এনাটমী বিভাগ, (বিএমসি)’র ডাঃ ফারজানা মাকসুদকে ১৫ মে ২০২৫ এক অফিস আদেশে অনারী সেক্রেটারী, ইসি, বিএমএসআরআই এর মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম (অবঃ) চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যূত্থানে জীবনের ঝুকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তার ফলাফল এভাবে পাবো বুঝতেই পারিনি। আমার অপরাধ আমি সত্য কথা অপকটে বলে থাকি। বাংলাদেশ মেডিকেল কলেজের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন তার ব্যক্তিগত আক্রোশে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বরখাস্ত করেছে। অথচ তিনি চেয়ারম্যান হয়ে বিভিন্ন সময় তৎকালীন আওয়ামী দোসরদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেন। এ বিষয়ে কথা বললেই তাদেরকে বরখাস্ত হতে হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমার বরখাস্ত আদেশ প্রত্যাহার না করা হলে আমি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী দোসরদের মুখোশ উন্মোচন করে দেবো। তিনি আরো বলেন, প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি বরাবর তাদের দুর্নীতি ও সজনপ্রীতির তথ্য তুলে স্মারক লিপি দেবো। আমার শরীর থেকে এখনও রক্তের দাগ শুখয়নি। যারা আমাকে বরখাস্ত করেছে তাদের কোন নৈতিক অধিকার নেই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি যাদের সাথে রাজপথে ছিলাম তারা অবশ্যই আমার পাশে থাকবন, আমি সুষ্ঠ বিচার চাই। ১৫ তারিখ বিকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সামনে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন এবং গণমাধ্যমে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, ডাঃ ফারজানা মাকসুদ ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের (বিএমসি) অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি MBBS I M.Phil (Anatomy) ডিগ্রি অর্জন করেছেন এবং ৩ ফেব্রুয়ারি ২০১০ সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা
BMDC রেজিস্ট্রেশন নম্বর: A 45985

গবেষণা ও প্রকাশনা:
ডাঃ ফারজানা মাকসুদ ২০২৩ সালে `Conventional Frontal Air Sinus Imaging in Personal Identification among Adult Bangladeshi’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এই গবেষণায় তিনি প্রাপ্তবয়স্ক বাংলাদেশিদের মধ্যে ফ্রন্টাল এয়ার সাইনাসের গঠনগত বৈচিত্র্য বিশ্লেষণ করেছেন, যা ফরেনসিক সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV