এনসিপির সমসাময়িক কর্মকাণ্ড অত্যন্ত সুপরিকল্পিত এবং গভীরতা অনেক অথবা তারা বোকার মত কথা বলছে। তবে অবস্থা দৃষ্টে তাদেরকে বোকা মনে হচ্ছে না। আমাদের বিরুদ্ধে তাদের করা কটুক্তি গুলো জবাব দূরে থাক আমলেই নেওয়ারই দরকার নাই । উল্টো তাদের সমালোচনার বিপরীতে তাদের প্রশংসা করুন এবং তাদের সমাবেশ করতে সহযোগিতা করুন এটা হবে তাদের সমালোচনার উত্তম জবাব। তাদের বিরুদ্ধে কোন ধরনের হামলা ষড়যন্ত্র তারা আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী ষড়যন্ত্র হিসেবে দেশের মানুষকে দেখাবে যেটা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে ।