রাজধানী উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম বিবৃতি দিয়েছেন।আজ গনমাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, আহতদের উপযুক্ত চিকিৎসার উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। আহতদের চিকিৎসার স্বার্থে ব্লাড সহ যে কোন সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আহত-নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিমান বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প শহ, সকল ধরনের প্রশিক্ষণ ক্যাম্প জনবহুল রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করার আহবান জানিয়েছেন। একইসাথে হতাহতের সঠিক তালিকা করে জাতিকে সঠিক তথ্য সরবরাহের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।