1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন ‘মায়ের ডাক’-এর মঞ্জুর হোসেন ঈসা - news ATV
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন ‘মায়ের ডাক’-এর মঞ্জুর হোসেন ঈসা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪ Time View
কুয়াকাটা, ২১ জুলাই ২০২৫, সোমবার পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভাধীন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেন ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা। এই ব্যতিক্রমী সাক্ষাৎটি ছিল বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে, যাদের পাঠ্যপুস্তকেই রয়েছে তাঁর নাম, ছবি ও সংগঠনের বর্ণনা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত ৮ম শ্রেণির ইংরেজি পাঠ্যপুস্তকে ‘গধুবৎ উধশ’ শিরোনামে একটি অধ্যায়ে ‘মায়ের ডাক’ সংগঠনের ইতিহাস ও ছবি স্থান পেয়েছে। সেখানে মঞ্জুর হোসেন ঈসার ছবি ছাপানো হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা: বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক খলিলুর রহমান ও অতিথি মো. মঞ্জুর হোসেন ঈসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের বইয়ে এই মানুষটির ছবি আছে—যে আগে একজন স্বপ্ন দেখে কাজ শুরু করেছিলেন, আজ তোমাদের বইয়ে উঠে এসেছেন। দেখি কে আগে খুঁজে বের করতে পারে।”
মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে ৮ম শ্রেণির ছাত্রী ‘জুই’ ১৪০ নম্বর পৃষ্ঠায় ছবিটি খুঁজে বের করে সবাইকে চমকে দেন। এরপর পুরো শ্রেণিকক্ষে করতালির ঝড় ওঠে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে করতালি দিয়ে মঞ্জুর হোসেন ঈসাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সানন্দ পরিবেশে মঞ্জুর হোসেন ঈসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমরা যদি স্বপ্ন দেখতে শেখো, তবে একদিন তোমাদের মধ্য থেকেও কেউ বইয়ের পাতায় উঠবে। শুধু ভালো মানুষ হতে হবে, পরিশ্রম করতে হবে, আর মানুষের পাশে দাঁড়াতে হবে।”
তিনি শিক্ষার্থীদের বই ভালো করে পড়া, প্রযুক্তির সদ্ব্যবহার এবং মানবিক কাজের প্রতি আগ্রহী হওয়ার উৎসাহ দেন।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সিনিয়র সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, সাংবাদিক হাফিজ রহমান সহ স্থানীয় প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমরা গর্বিত, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে এমন একজন সমাজসেবী উঠে এসেছেন এবং নিজেই আজ আমাদের মাঝে এসেছেন। এটি শিক্ষার্থীদের জন্য চিরস্মরণীয় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV