আজ ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় ঢাকা রিপোটার্স ইউনিটির অডিটোরিয়ামে উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ আন্দোলনে পুলিশের গুলিতে আহত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সহ রাজনীতিবিদ, ছাত্র জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।
ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুস ভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় জেগে উঠেছে, ৯০ এর গনঅভ্যুত্থানের সময় জেগে উঠেছে এবং ২৪ শে জনগন একইভাবে জেগে উঠেছে। হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করেছিল তা নজিরবিহীন। ৫ আগষ্ট যদি হাসিনার পতন না হতো তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। আমরা রাজপথে হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতাম। আমরা গনঅভ্যুত্থানে জড়িত সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষের গনতন্ত্র মুক্তির জন্য, নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার নির্বাচিত করার জন্য মানুষ আন্দোলন করেছিলো। বেগম খালেদা জিয়া সবচেয়ে ত্যাগ করেছেন। তাকে মিথ্যা মামলায় কয়েক বছর জেল খাটতে হয়েছে। অতএব গনঅভ্যুত্থানের কৃতিত্ব কারও একার না। বিএনপি কখনও এর একক কৃতিত্ব দাবি করে নি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ যেন এদেশে রাজনীতি করতে না পারে। কেউ এদেশে বিনিয়োগ করছে না, পুলিশ কাজ করতে পারছে না। সবার মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয় থেকে তাদের বের করতে হলে নির্বাচন করতে হবে।
যেদেশ গুলোতে নির্বাচন হবে না, গনতন্ত্র থাকবে না ঐ দেশ গুলো ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। আমরা চাই না এদেশ ব্যর্থ হোক। আমরা গৃহযুদ্ধ চাই না, সমাজে বিভাজন চাই না।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মহান মুক্তিযুদ্ধ বেহাত হয়েছিল, ৯০ এর গনঅভ্যুত্থান বেহাত হয়েছিল, ২৪ এর গনঅভ্যুত্থানও বেহাত হবার পথে। একটি পক্ষ ভারতে বসে বাংলাদেশে অশান্তি বাধাতে চায়। আরেক পক্ষ বাংলাদেশে বসে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে পি আর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। ৭১ এর পরাজিত শক্তি এদেশের নির্বাচনকে বিলম্বিত করতে পি আর পদ্ধতি চায়। আমাদের শরীরে ১ ফোটা রক্ত থাকতে আমরা পি আর পদ্ধতিতে নির্বাচন করতে দিব না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গনফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলন এর সম্পাদক মন্ডলির সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মোঃ আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, এ্যাড মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুন অর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।