গত ৯ আগস্ট ২০২৫ বায়রা সদস্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মতবিনিময় সভা শনিবার রাজধানীর সাংগ্ৰীলা ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের আহবায়ক, ক্যাথারসীজ গ্রুপের চেয়ারম্যান ও বায়রার সাবেক মহাসচিব জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন।
তার বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য, সদস্যদের অধিকার রক্ষা এবং প্রবাসী কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বায়রা সদস্য কল্যাণ পরিষদকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর করে তুলতে প্রত্যেক সদস্যের অংশগ্রহণ অপরিহার্য। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষা এবং রিক্রুটিং এজেন্টদের অধিকার প্রতিষ্ঠায় সফল হতে পারব।”
সভাপতিত্ব করেন মোঃ জামাল হোসেন, সভাপতি, বায়রা সদস্য কল্যাণ পরিষদ। সভার আহ্বায়ক ছিলেন মোঃ কবির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবু জাফর মোঃ ছালেহ, সাংস্কৃতিক সম্পাদক, বায়রা সদস্য কল্যাণ পরিষদ।
বায়রা সদস্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ জামাল হোসেন উপস্থিত সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি মোঃ জামাল হোসেন বলেন, “আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক মতামত আমাদের সংগঠনের ঐক্যকে আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা নিয়েই আমরা ভবিষ্যতে সদস্যদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবো।”তিনি আরও জানান, বায়রা সদস্য কল্যাণ পরিষদ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
সঞ্চালক আবু জাফর মোঃ ছালেহ অনুষ্ঠানের সফল আয়োজন ও সদস্যদের সক্রিয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনাব স্বপন ভাইয়ের প্রেরণাদায়ী উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্যম যোগ করেছে। তার নেতৃত্বই আমাদের সংগঠনের অগ্রযাত্রায় প্রেরণার বাতিঘর।”সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। দোয়া ও মতবিনিময় শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।