“ইজরায়েলের কাছে আছে ‘স্যামসন অপশন’, রাশিয়ার কাছে আছে ‘ডেড হ্যান্ড সিস্টেম’, আমেরিকার কাছে আছে ‘প্রিমিটিভ অ্যাটাক থিউরি’ এবং এই সবকয়টা সামরিক মতবাদই বিশ্ব মানবতার ও পৃথিবী ধ্বংসের জন্য যথেষ্ট।আবার ইজরায়েল এবং আমেরিকার গৃহীত সামরিক নীতিদ্বয় সরাসরি মুসলিম বিশ্বকে টার্গেট করে তৈরি করা।অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক জনগোষ্ঠী মুসলমানদের সুরক্ষার কোন রক্ষাকবচ’ই নাই।এই যে সমগ্র পৃথিবীটাকে মুসলমানদের জন্য বিপদসংকুল করা হয়েছে তার বিপরীতে মুসলমানদের ঐক্য ও রাজনৈতিক তৎপরতা কোথায়!?”
—সম্রাট শাহজাহান
(তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট)।