1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
জাতীয় সংস্কৃতি জোট ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী প্রেসিডেন্ট ও প্রফেসর মো. আমির হোসেন সেক্রেটারি জেনারেল - news ATV
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

জাতীয় সংস্কৃতি জোট ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী প্রেসিডেন্ট ও প্রফেসর মো. আমির হোসেন সেক্রেটারি জেনারেল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩ Time View

মানবতন্ত্র অনুসরণে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে ৫ম জাতীয় কাউন্সিল ২০২৫ এ জাতীয় সংস্কৃতি জোট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী (বাংলাদেশ যুব সমিতি) সর্বসম্মতিক্রমে ৫ম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সাহিত্যিক, কবি ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন (মুক্তফোরাম) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

১১ আগস্ট ২০২৫ সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর কবি সংসদ বাংলাদেশ সম্মেলন কক্ষে আয়োজিত ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫ এ এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটওয়ারীকে (মানবাধিকার গোয়েন্দা সংবাদ ফাউন্ডেশন) জ্যেষ্ঠ সহসভাপতি, কবি অশোক ধরকে (স্বদেশ থিয়েটার), ড. শহীদুল ইসলাম এডভোকেটকে (সিএলএবি) ও ড. জাহিদ আহমেদ চৌধুরীকে (ঝলক ফাউন্ডেশন) সহসভাপতি, কবি আকতার হোসেনকে (মুক্তচিন্তা) জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক, কবি রলি আক্তারকে (আমরা মানুষের জন্য ফাউন্ডেশন) দপ্তর সম্পাদক, কবি তৌহিদুল ইসলাম কনককে (কবি সংসদ বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদক, কবি ফারুক মাহমুদ গাজীকে (দনিয়া সাহিত্য পরিষদ) অর্থ সম্পাদক, ডা. জান্নাতুল ফেরদৌসীকে (বর্ণধারা) স্বাস্থ্য সম্পাদক, কবি আর. মজিবকে (কুমিল্লা কবি পরিষদ) যুব সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের রীটকারীদের নেতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (অব.) মো. আনোয়ার হোসেন (পটুয়াখালী সাংস্কৃতিক পরিষদ), নার্গিস জুঁই (লেখক সাংবাদিক ঐক্য ফাউন্ডেশন), কবি প্রদীপ মিত্র (জাতীয় লেখক ফাউন্ডেশন), কবি প্রসপারিনা সরকার (ম্যাপস), ড. মাহবুবুর রশীদ (কালিগঙ্গা সাহিত্য পরিষদ), মো. মনির হোসেন (শরীয়তপুর শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ), কবি সুবর্ণা দাস (বুড়িগঙ্গা), সাঈদ মাহমুদ (মুখর), মানিক মজুমদার (বাংলাদেশ কবিতা সংসদ), কবি ইকবাল হোসেন (লেখক উন্নয়ন কেন্দ্র), সাদিয়া তাসলিম (মাগুরা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ), জাহাঙ্গীর আলম (তৃণলতা সাহিত্য পরিষদ), কবি নুরুল্লাহ ফরহাদ নুর চৌধুরী (তিতাস পাড়ের সাহিত্য আড্ডা) নাজমুল হাসান মিলন (গণমানুষ মানবিক উন্নয়ন সংস্থা), মাঈনউদ্দীন (জাগ্রত পথশিশু), এস এস সাব্বির নেওয়াজ সাগর (বাংলাদেশী সাংস্কৃতিক জোট), প্রিয়াংকা বিশ্বাস পিংকি (বরিশাল নারী মৈত্রী), লিটন সিদ্দিকী (নতুন আলো সাহিত্য পরিষদ), কবি বাপ্পী সাহা (কবিয়াল ফাউন্ডেশন), শাহীন ভূইয়া (দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ), নূর আলম (মেহেরপুর সাহিত্য পরিষদ), আলমগীর কবির হৃদয় (উত্তরণ), আফরিনা পারভীন (নখদর্পণ) প্রমুখ।

একই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিঁয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা কমিটি, জাতীয় সংস্কৃতি উৎসব উদ্‌যাপন কমিটি—এই তিন বিশেষায়িত কমিটির নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মানবতন্ত্রের প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানকে নব্বইয়ের অপমৃত্যুর দিকে ঠেলে দিতে দেওয়া হবে না। গণ‑সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন সাংস্কৃতিক পরিবেশ তৈরি ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার জন্য এ কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV