1. [email protected] : editor :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FagTrEwL :
  4. [email protected] : newseditor :
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী ঐক্যের বিকল্প নেই: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী - news ATV
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী ঐক্যের বিকল্প নেই: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২ Time View
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশী জাতীয়তাবাদী ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান ও দেশের অন্যতম প্রধান কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
গত বুধবার (১৩ আগস্ট) রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের সেক্রেটারি জেনারেল হাজী মো. জিয়াউদ্দীন জিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম, কোটা সংস্কার রিটকারীদের নেতা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদসহ জাতীয় নেতৃবৃন্দ।
জননেতা আমান উল্লাহ আমান বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রাম সফল করতে দেশপ্রেমিক বাংলাদেশী জাতীয়তাবাদী লেখক ও প্রকাশকদের ঐক্যবদ্ধভাবে অবদান রাখার আহ্বান জানান।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো জাতীয় ঐকমত্যের জন্ম হয়নি। ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু বিরোধী শক্তিগুলো এসব মতভেদকে তীব্রতর করছে এবং অনৈক্যের বীজ বপন করছে। আজ যেসব বিষয়কে তিল থেকে তালে পরিণত করা হয়েছে, সেগুলো পরিহার করে লেখক ও প্রকাশকদের একই প্ল্যাটফর্মে আসতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Theme Customized By LiveTV