ইজরায়েলের কাছে ইসলাম সমস্যা না, অনেক ইসলামি রাষ্ট্রের সাথে ইজরায়েলের ভালো সম্পর্ক আছে৷ ইজরায়েলের কাছে মুসলিম বা মুসলমান ব্যক্তি বিপজ্জনক, মুসলিম রাজনৈতিক জনগোষ্ঠী বা উম্মাহ্ বিপজ্জনক।
কাতার, বাহরাইন, সৌদি আরব, আমিরাতসহ তথাকথিত ইসলামী দেশের সাথে ইজরায়েলের সম্পর্ক দারুন,কারণ এরা মুসলমানদের বৃহৎ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঐক্য নাই৷
জাতীয়তাবাদ মানে কী আসলে?
জাতীয়তাবাদ মানে হলো ঐক্য৷
মুসলমানদের ঐক্যই হলো মুসলিম জাতীয়তাবাদ এবং এর বাইরে ইসলামিস্ট দলগুলো হলো বিচ্ছিন্নতাবাদী।আইন দিয়ে কখনো ঐক্য করা যায় না৷ আপনি কখনো জামাতের সাথে দীর্ঘ ঐক্য করতে পারবেন না৷
জামাত, মুসলিম ব্রাদারহুড টাইপের দলগুলো মুসলমানদের মধ্যে ব্যাপক বিভক্তি তৈরি করে বিভিন্ন ইসলামি আইনের কথা বলে৷
—সম্রাট শাহজাহান(সম্রাট)
(তরুণ জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও কলামিস্ট)।