শনিবার (২০ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে মহান ‘স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।