১৫ আগষ্ট ২০২৫ রোজ শুক্রবার ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম ও চট্রগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগ মিরসরাই এর বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে তারেক রহমান কতৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
প্রথমে করের হাট বাজারে ফোরামের লোকজনকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে। এসময় লিফলেট বিতরণ কর্মসূচি নেতৃত্ব দেন ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ছাত্রনেতা জান্নাতুল করিম খোকন এবং চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক মোরশেদ আলম ও ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম এর আহবায়ক আইউব খানপ্রমুখ।
করের হাট, বারৈয়ার হাট বাজার এবং জোরারগঞ্জ বাজারে লিফলেট বিতরণ শেষে সোনা পাহাড়ে দুপুরের লান্স শেষ করে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরসভা, বঠ দারগার হাটে লিফলেট বিতরণ কর্মসূচি জন্য রওনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিরসরাই যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন এবং ফোরাম এর আহ্বায়ক আইয়ুব খান, সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম, এমডি আনোয়ার হোসেনসহ উভয় ফোরামের নেতৃবৃন্দ।
উত্তর দিক থেকে ফোরামের নেতৃবৃন্দ মিঠাছরা বাজারে প্রবেশ করে গরু বাজার বরাবর নামলে দেখতে পায় দক্ষিণ দিক থেকে নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থকদের একটি মিছিল উত্তর দিকে আসতেছে। এসময় ঢাকাস্থ ও চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের লোকজনরা মিছিলকারীদের সাইড দিয়ে পূর্ব পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে মিছিলরত লোকদের দ্বারা আক্রমণের স্বীকার হয়। এসময় সাংবাদিক কাজী ফখরুল ইসলাম ভিডিও ধারণ করে।
মিরসরাই মিঠাছরা বাজারের সেদিনের ঘটনায় আরও জানা যায় যে, ফোরামের লোকজন মিছিলকারীদের ধাওয়া খেয়ে কেউ দোকানের পিছনে কেউ বাজারের গলি দিয়ে নতুন রাস্তায় গিয়ে আশ্রয় নেয়। মিছিলরত লোকজনরা ১/২ মিনিট পরে ঢাকা থেকে যাওয়া সাংবাদিক কাজী ফখরুল ইসলামকে কাঁচা বাজারের গলিতে একটি পান দোকানে বাজার করা অবস্থায় পেয়ে তাকে ঘিরে মব সৃষ্টি করে এবং মোবাইল থেকে সব ভিডিও ডিলেট করতে চাপ দেয়।
সাংবাদিক কাজি ফখরুল ইসলাম মোবাইল দিতে অস্বীকার করে এবং তার পরিচয় দেয়। এরপরও মিছিল কারীরা তাকে বিভিন্ন গালিগালাজ এবং মোবাইল কেড়ে নিতে হাতাহাতি সৃষ্টি করে। এ সময় প্রায় এক থেকে দেড়শ লোকজন তাকে ভিডিও ও ছবি ডিলেট করতে চাপ সৃষ্টি করে বলে জানা যায়। শেষ পর্যন্ত তারা সাংবাদিক ফখরুলের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মিছিলের ভিডিও এবং ছবি ডিলেট করে দেয়। অট্টো গোল ও হে নস্তার ফাঁকে কেউ একজনে তার মাথার উপর ডিম ছুটে মারে বলে অভিযোগ করেন। মোবাইলের ভিডিও ডিলিট শেষে সাংবাদিক ফখরুলকে মোবাইল দিয়ে স্থান ত্যাগ করতে ধমক দেয়। পরবর্তীতে সে কাঁচা বাজারের একটি চায়ের দোকান থেকে পানি নিয়ে ডিমের আবর্জনা মাথা থেকে পরিষ্কার করে নতুন রাস্তায় অপেক্ষারত ঢাকা থেকে আগত গাড়ি করে মিরাসরাই পৌরসভায় চলে আসেন।
মিরাসরাই পৌরসভায় এসে ঢাকাস্থ এবং চট্টগ্রামস্থ ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাই কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের নিউজ কাবার দেন। কিন্তু মিঠাছরা বাজারের ঘটনায় লিফলেট বিতরণকারীদের মন মানুষিকতায় ব্যাথার ছায়া বিরাজমান হওয়ায় মিরসরাই বাজার, বড়তাকিয়া বাজার, বড় দারগার হাট ও আবুতোরাব বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি স্থগিত করেন বলে জানা যায়।