শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপি) স্মৃতি পরিষদের উদ্যোগে ৬ মে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় মঞ্চে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মসিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিেেয়শনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপি) স্মৃতি পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ কাজল, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম শাহ আলম, গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা শাহজাদা মিল্টন প্রমুখ। আলোচনা শেষে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তিনি শিক্ষক থেকে শ্রমিক নেতা হয়ে তৃণমূল পর্যায় থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন সৃজনশীল মানবিক মানুষ ছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এডভোকেট কামরুল ইসলাম বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের গুণাবলি নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত ও প্রসারিত করতে হবে।